ঝিকরগাছায় এসিল্যান্ডকে ধাক্কা দেয়া একই নাম্বারের আটককৃত ২ মোটরসাইকেলর কাগজপত্র ভূয়া !

0

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় কর্তব্যরত অবস্থায় এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসানকে সজোরে ধাক্কাদিয়ে পালিয়ে যাওয়া এবং পরে ঘটনার সাথে জড়িত দূ’জন আটকের সময় একই নাম্বারের (যশোর-ল-১১-২৩৩৫) দুটি পালসার মোটরসাইকেলর কাগজপত্র ভূয়া প্রমানিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। বর্তমানে উল্লেখিত গাড়ি দুটি আটকৃত সুব্রত দাস ওরফে অমিত ও আব্দুল্লাহ আল শাকিল কোথায় পেয়েছিল। কার কাছ থেকে কিনেছে এবং মোটরসাইকেল স্লো না করে এসিল্যান্ডকে কেন ধাক্কাদিয়ে পালালো এসব প্রশ্ন ঝিকরগাছাবাসির মাঝে ঘুরপাক খাচ্ছে। এদিকে উক্ত ভূয়া কাগজপত্র সম্বলিত গাড়ির প্রকৃত মালিককে পুলিশ খুজে বেড়াচ্ছে বলে জানাগেছে। এদিকে মামলার বর্তমান তদন্তকারী অফিসার ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এস আই দেবব্রদ দাস বলেন, প্রাথমিক ভাবে একই নাম্বারের দুটি পালসার মোটরসাইকেলের কাগজপত্র ভূয়া প্রমানিত হয়েছে। আটক দ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক গাড়ির প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে। তবে আটকের সার্থে প্রকৃত মালিকের নাম পরিচয় আপাতত জানানো জাচ্ছেনা বলেও স্থানীয় সাংবাদিকদেরকে জানান তিনি। উল্লেখ্য, গত রোববার চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া ঝিকরগাছার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সদা হাস্যজ্জল ডা. কাজী নাজিব হাসান এদিন বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী/গদখালী এলাকায় নাম্বারবিহীন মোটরসাইকেল, লাইসেন্স বিহীন চালক, মাক্স ব্যবহার নিশ্চিত করনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন। এসময় দ্রুত গতির উক্ত (যশোর-ল-১১-২৩৩৫) মোটরসাইকেলটির চালক সুব্রত দাস ওরফে অতিম ও সাথে থাকা আব্দুল্লাহ আল শাকিল এসিল্যান্ডের সিগনাল অমান্য করে এবং মোটরসাইকেলের গতি না কমিয়ে (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসানকে সজোরে ধাক্কা দেয়। এসময় এসিল্যান্ড মারাত্বক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সজ্ঞীয়রা দ্রুত তাকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনায় তার ডান পায়ের বেশ কয়েকটি স্থান ভেঙ্গে গেছে এবং কলারবোনও আঘাতপ্রাপ্ত হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালে এসিল্যান্ডের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। বুধবার সকালে ফরিদপুর মেডিকেল থেকে আহত এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসানকে ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে তার পায়ের অপারেশন (অস্ত্রপচার) করা হয়েছে বলে জানাগেছে। উল্লেখিত ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী শাহাজালাল বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৪, তাং-৩০/০৩/২০২০ ইং।