ঝিকরগাছার সন্তান ব্যাংকার হারুন এর লাশ দূ’দিন ধরে আইইডিসিআরে

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার সন্তান ব্যাংকার হারুণ অর রশীদের লাশ গত দূ’দিন ধরে আইইডিসিআর এর হিম ঘরে রয়েছে বলে জানাগেছে। নিহত হারুণ অর রশীদ (৩২) ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র ও সিটি ব্যাংক গুলশান (২) শাখায় কর্মরত ছিলেন। হারুন অর রশীদের মামা আশরাফুজ্জামান আশা জানিয়েছেন, গত ২/৩ দিনের ডায়রিয়ায়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে হারুনকে বুধবার সকালে তার কয়েকজন সহকারী ও স্ত্রী তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির কিছুক্ষনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হারুন মারাযায়। হারুন অর রশীদের মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন লাশের করোনা ভাইরাস পরিক্ষা করে আনার জন্য পরিবারকে জানায়। পরিবার বিষয়টি উক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে বুধবার বিকাল ৫টায় লাশটি আইইডিসিআর এ নিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা এ রিপোট লেখা পর্যন্ত হারুণ অর রশীদের লাশ আইইডিসিআর এ রয়েছে বলে তার মামা আশরাফুজ্জামান আশা জানিয়েছেন। এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাশিদুল আলম এর নিকট জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন।