ঝিকরগাছার সন্তান আব্দুল খালেক আতংকিত হয়ে আমেরিকায় মৃত্যু

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত ও চারিপাশে মানুষের মুত্যু দেখে ঝিকরগাছার সন্তান আব্দুল খালেক (৫৮) নামের এক বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালি……রাজিউন)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের মৃত হারুণ-অর-রশিদের পুত্র। মৃত আব্দুল খালেকের ভাই শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম রেজা আক্কাস জানান, ভাইয়ের সাথে আমার ২৭ মার্চ রাতে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের এবং মৃতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি ব্যাপকভাবে ভয় পাচ্ছি। তোরা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করিস। তারপর থেকে আমরা খুবই দুঃচিন্তায় ছিলাম। ২৯ মার্চ বাংলাদেশ সময় বেলা ২ টা ও আমেরিকার সময় রাত ৩ টায় আমার ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি জানান, মরহুম আব্দুল খালেকের স্ত্রী শামীম আরা বলেছেন, তাদের পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তিনি আতংকিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরহুম আব্দুল খালেক প্রায় ৪০ বছর আগে আমেরিকায় যান। সেখানে তার স্ত্রী, ২ কন্যা ও দুই পুত্র রয়েছে। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে পাশেই জ্যামাইকা শহরে বসবাস করতেন।