খাজুরায় ভ্রাম্যমান অভিযানে মুদি ব্যবসায়ীকে জরিমানা

0

খাজুরা (যশোর) প্রতিনিধি॥ দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোয় যশোরের খাজুরায় আনিসুর রহমান নামে এক মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮মার্চ) বেলা ১২টার দিকে বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাতের নেতৃত্বে খাজুরা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় থানা পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার সোলায়মান হোসেন জানান, দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর কারণে মুদি ব্যবসায়ী আনিসুরকে দু’হাজার টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রির পায়তারা শুরু করে। যে কারণে এর আগে বৃহস্পতিবার (২৬মার্চ) উপজেলা প্রশাসন বাজার মনিটরিংয়ের সময় সকল ব্যবসায়ীকে দোকানের সামনে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত বলেন, বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মূল্য তালিকা অনুযায়ী পণ্যের দাম নিতে হবে। এক্ষেত্রে কেউ ১ পয়সাও বেশি নিতে পারবে না। তাছাড়া ক্রেতারা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।