করোনা যেখানে আশীর্বাদ !

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস অভিশাপ বয়ে আনলেও একশ্রেণির মানুষের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। যশোরে সর্বত্র অলিগলি, রাস্তার মোড়, শপিং মল ও মার্কেটের সামনে রাস্তায় অসংখ্য অস্থায়ী দোকান খুলে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধের উপকরণ যেমন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সাবানের দোকান দিয়ে বসেছেন অনেকে। বৃহস্পতিবার ২৬ মার্চ দেখা যায়, যশোর শহরের চৌরাস্তা মোড়ে এক দোকানি নানা ধরনের প্রয়োজনীয় জিনিস নিয়ে বসেছেন। তিনি ফিল্টার মাস্ক বিক্রি করছেন ২৫ টাকা, কথ মাস্ক বিক্রি করছেন ২৫ টাকা, সার্জিকাল মাস্ক বিক্রি করছেন ২০ টাকা, পলিথিনের হ্যান্ড গ্লাভস বিক্রি করছেন ২০ টাকা, রাবারের হ্যান্ড গ্লাভস বিক্রি করছেন ৩০ টাকা, ৫০ মিলি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছেন ১১০ টাকা, ১৫০ মিলি হ্যান্ড ওয়াশ বিক্রি করছেন ১১০ টাকা ও ছোট ডেটল সাবান বিক্রি করছেন ২০ টাকায়। এমন দোকানগুলো দেখা যায় এইচ এম এম রোড, কাপুড়িয়াপট্টি রোড, এম কে রোড, চিত্রা মোড়, দড়াটানা মোড়, মুজিব সড়ক, এম এম আলী রোড, আর এন রোডসহ শহরের বিভিন্ন স্থানে।