শৈলকুপায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে যুবককে ঢাকায় প্রেরণ

0

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তানভীর নামের ২০ বছরের এ যুবক ঢাকা থেকে ফিরে জ¦র সর্দি কাশি নিয়ে গত ১৪ তারিখে পৌর এলাকার কাজীপাড়া নানা গোলাম রসুলের বাড়িতে অবস্থান করছিল। ঢাকায় সে চীনা নাগরিকের সংস্পর্শে ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সোমবার তার অবস্থার অবনতি হলে নানা বাড়ি থেকে বের করে দেওয়া হয় । প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে সোমবার সকালে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। চিকিৎসকরা তাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একটি রুমে রেখে বৈঠকে বসেন। এদিকে নিরাপত্তার কারণে হাসাপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের চালক তাকে ঢাকা নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, তানভীর নামের ওই যুবক সর্দি জ¦র কাশি নিয়ে গত ১৪ তারিখে পৌর এলাকার কাজীপাড়া নানা গোলাম রসুলের বাড়িতে আসে। এ কয়দিন সে সেখানে অবস্থান করার পর সোমবার তাকে নানা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। শ্বাসকষ্ট নিয়ে সে সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আসলে করোনার প্রাথমিক সব লক্ষণ তার মধ্যে দেখা যায়। তারা নিরাপত্তার কারণে তাকে একটি রুমে বসিয়ে রাখেন। ঝিনাইদহে কোনো ভালো ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান। তার নানা বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের ব্যবস্থা করা হবে বলেও জানান। ঝিনাইদহের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রচন্ড জ্বর-সর্দিসহ সন্দেহজনক একজনকে শৈলকুপা হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে