করোনা সংক্রমণরোধে যশোরের পতিতালয়গুলো বন্ধ হলো

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে যশোর শহরের পাঁচটি পতিতালয় গতকাল রোববার বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তরা বলছেন, অনুরোধ করায় পতিতারা তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন। বাইরের কেউ সেখানে ঢুকতে পারবেন না, ভেতর থেকেও কেউ বাইরে বের হতে পারবেন না। তবে পতিতারা দুর্যোগ সময়কালে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, সংকটময় পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধে পতিতাদের তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য তারা অনুরোধ জানিয়েছিলেন। পতিতারা তাদের (পুলিশ) অনুরোধে সাড়া দিয়েছেন। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর তুষার কুমার মন্ডল জানান, পতিতারা স্বেচ্ছায় তাদের নির্দিষ্ট স্থানের মধ্যে আবদ্ধ হয়েছেন। তবে তারা (পতিতা) তাদের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলে জানতে পেরেছেন। এদিকে রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, শহরের হাটখোলা রোডস্থ মাড়য়ারি মন্দির সংলগ্ন তিনটি পতিতালয়ের মূল ফটকে তালা ঝুলছে। অপরদিকে গোহাটা রোড বাবুবাজারের দুই পতিতালয়ে একই দৃশ্য দেখা যায়। যৌনকর্মীদের নেত্রী হিসেবে পরিচিত শক্তি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি নুর নাহার রানু জানান, যৌনপল্লীতে প্রায় ২শ’ নারী ও শিশু রয়েছে। করোনা প্রতিরোধে প্রশাসনিক সিদ্ধান্তের কারণে ইতোমধ্যে যৌনপল্লীগুলো বন্ধ করা হয়েছে। এ কারণে এখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা করার জন্য রোববার তাদের দুটি সংস্থার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছেন।