বাগেরহাটে ৫৯৮ জন হোম কোয়ারেন্টাইনে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের নয়টি উপজেলায় বিদেশ ফেরত ৫৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইতালি ও ভারত থেকে এসেছেন। গতকাল বুধবার বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির তাদের কোয়ারেন্টাইনে থাকার নিদের্শনা দেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ভারত থেকে এসেছেন। বিদেশে ফেরতদের মধ্যে চিতলমারীর ৩৬০ জন, মোংলার ১০০ জন, মোল্লাহাটের ২৮ জন, মোরেলগঞ্জের ১০ জন ও কচুয়া উপজেলায় ১০০ জন রয়েছেন।
এদিকে চিতলমারী উপজেলা প্রশাসন এক জরুরি বৈঠকে করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। চিতলমারীতে সদ্য বিদেশ থেকে আসা ৩৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, হোম কোয়ারেন্টাইনে বিদেশ ফেরত সবাই যাতে ১৪ দিন ঘরের মধ্যে আলাদা থাকে সেই বিষয়টি মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যানকে সভাপতি করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপি সদস্য, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিকদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়।বাগেরহাট সিভিল সার্জন (সিএস) ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলা সদর হাসপাতালে ২০০টি বেড এবং অন্যান্য আরও ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ নিকটবর্তী স্থানে প্রত্যেকটিতে ১০০টি বেডের আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্স সমন্বয়ে র‌্যাপিড রেসপন্স টিমও গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। তিনি আরও বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। সর্তক থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।