সন্ত্রাসী বুনো আসাদ আটক, অস্ত্র গুলি বোমা ও মদ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়ায় ক্ষমতাসীন দল আশ্রিত আলোচিত সন্ত্রাসী অর্ধডজন মামলার আসামি মো. আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদকে (৪৮) গত শনিবার আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি, বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও বোমা উদ্ধার করা হয়। কোতয়ালি থানায় এ ঘটনায় তার বিরুদ্ধে আলাদা ৩টি মামলা দায়ের হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, তাদের এসআই অরুন কুমার দাসের নেতৃত্বে একটি টিম গত শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বেজপাড়ায় টহলে ছিলো। বেজপাড়া সাদেক দারোগার মোড়ে গেলে বুনো আসাদ ডিবি পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। সাথে সাথে ডিবি পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে বুনো আসাদ স্বীকার করেন যে, তার আস্তানায় অস্ত্র, বোমা ও মাদকদ্রব্য আছে। এরই প্রেক্ষিতে রাত ৯ টার দিকে বুনো আসাদকে সাথে নিয়ে বেজপাড়া বনানী রোডে তার গরুর খামারে তল্লাশি চালানো হয়। এ সময় খামারের বিচালি গাদার ভেতর থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শ্যুটারগান, এক বোতল বিদেশি মদ (রেড লেবেল), ৪টি হাতবোমা ও ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র, বিস্ফোরক উপাদানাবলী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা ৩টি মামলা দায়ের করা হয়েছে। ওই ৩ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, রোববার ৩ মামলায় বুনো আসাদকে তিনি আদালতে সোপর্দ করেছেন। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুনো আসাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আশ্রিত আলোচিত সন্ত্রাসী বুনো আসাদ বেজপাড়া এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত। কয়েকদিন আগে তিনি এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৫০ ব্যাগ সিমেন্ট ও ৫০ হাজার টাকা চাঁদা হিসেবে আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে ভুক্তভোগী ওই ব্যক্তি অভিযোগ করেছেন বলে সূত্রটি জানিয়েছে।