পুঁজিবাজারকে দ্রুত সাপোর্ট দিতে চায় ব্যাংকগুলো: ডিএসইর চেয়ারম্যান

0

লোকসমাজ ডেস্ক॥ তালিকাভুক্ত ব্যাংকগুলো পুঁজিবাজারকে দ্রুত সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব ইউনুসূর রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) ডিএসইর নিকুঞ্জের কার্যালয়ে তফসিলি ব্যাংকগুলোর এমডি ও সিইওদের সঙ্গে বিশেষ বৈঠক শেষে সাংবাদিকের তিনি এ তথ্য জানান।
ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে স্বল্প সুদে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ ফান্ড গঠনের সুযোগ দিয়েছে। এরই মধ্যে কয়েকটি ব্যাংক বিনিয়োগ করেছে। বাজারে বর্তমান পরিস্থিতিতে আজকে বাকি ব্যাংকগুলোর এমডিরা দ্রুত পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
কত দিনের মধ্যে বিনিয়োগ করবে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘দ্রুত বিনিয়োগ করবে। এরই মধ্যে কয়েকটি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। বাকিগুলো যাতে দ্রুত বিনিয়োগ করে সেই লক্ষ্যে আজকের বৈঠক।’
ডিএসইর এমডি কাজী সানাউল হক বলেন, ‘গত সোমবার করোনাভাইরাসের কারণে দরপতন হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোর বাস্তবায়ন হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকগুলোও চাচ্ছে পুঁজিবাজারকে সাপোর্ট দিতে। সার্কুলারের কিছু জটিলতা রয়েছে। তাতে সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। তাদেরকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসতে বলেছি। আমরাও বাংলাদেশ ব্যাংক এবং সরকারে সংশ্লিষ্ট জায়গায় এই সমস্যাগুলো তুলে ধরব। ব্যাংকগুলো যাতে দ্রুত বিনিয়োগ করে সে জন্য তাগাদা দেব।’
সার্কুলার জারির প্রায় ১ মাস পার হতে চলেছে, কিন্তু কয়টি ব্যাংক কত বিনিয়োগ করেছে তার উত্তর দেয়নি ডিএসই