পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে- আইজিপি

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ। পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এটা অবশ্য চলমান প্রক্রিয়া এবং জনগণের সাথে পুলিশের ব্যবহার হবে মধুর ও আন্তরিক। সেই ল্েয পর্যায়ক্রমে দেশের সব থানাকে নতুন করে সাজানো হচ্ছে। সাইবার ক্রাইম বিশ্বব্যাপী বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, দেশে এ অপরাধ নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে সেল গঠন করা হয়েছে। ইতিমধ্যে অনেক অপরাধ ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা ও পুলিশ ব্যারাক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, খুলনা রেঞ্জ ডিআইজি ড, খন্দকার মহিদ উদ্দিন. ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি ভবন উদ্বোধন শেষে একটি নতুন এ্যাম্বুলেন্স ও একটি গাড়ির চাবি তুলে দেন কোটচাঁদপুর থানা পুলিশের ওসি মাহবুবুল আলমের হাতে। এর আগে থানা চত্তরে একটি নারিকেল গাছের চারা রোপন এবং নবনির্মিত ভবন ঘুরে দেখেন তিনি। উল্লেখ্য, ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কোটচাঁদপুর মডেল থানা ও পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে। ভবনটিতে সবধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া বাগেরহাটে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পরেই আমরা মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। মাদকের সাপ্লাই যেন দেশে না আসতে পারে সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোন মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ফিতাকেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন। ফলোক উন্মোচন শেষে ভবন পরিদর্শন করেন। ভবন পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন ঐতিহাসিক টেরাকোটা পরিদর্শন করেন আইজিপি। নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুুলিশিং কমিটির সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আলম টুকু, প্রেস কাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৮ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় বাগেরহাট শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ করা হয়েছে।