বটিয়াঘাটায় জমি দখলের চেষ্টার অভিযোগ

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটায় নবজলমার সরকারি রাস্তায় ইটের সোলিং উঠিয়ে পাকা প্রাচীর নির্মাণ কাজ উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বন্ধ করে দিলেও পুনরায় কাজ চালিয়ে যাচ্ছেন ভূমিদস্যুরা। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার চক্রাখালী থেকে গজালমারী গ্রামের সংযোগস্থল নবজলমা এলাকার ইটের সোলিং রাস্তাটি সর্বসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। রাস্তাটির ইট উঠিয়ে পাকা প্রাচীর নির্মাণ করে সরকারি রাস্তার জমি দখল করার পাঁয়তারা চালাচ্ছেন সংঘবদ্ধ ভূমিদস্যু।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও থানার ওসি মো. রবিউল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ওই স্থান থেকে ভূমি ব্যবসায়ী সুবীর বিশ্বাসের ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসেন। এ সময় অপর ব্যবসায়ী আলিম ও জাহাঙ্গীর পালিয়ে যান। এ বিষয়ে ২৬ জানুয়ারি বেলা ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সব পক্ষের উপস্থিতিতে প্রাচীর নির্মাণের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই চক্রটি কয়েকদিন বন্ধ বাখার পর পুনরায় প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছেন। বিগত ১৫ থেকে ২০ বছর জলমা কচুবুনিয়া গ্রামের কাজীবাছা নদীর ভাঙ্গনে গৃহহারা পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর ঝুপড়ি ঘর করে বসবাস করছেন। পরিবারের লোকজন অন্য কোথাও মাথা গোঁজার ঠাঁই না পেয়ে বৃদ্ধ মাতা-পিতা, স্ত্রী, পুত্র-কন্যাসহ সেখানে ঘর বেধে কোনমতে জীবিকা নির্বাহ করে আসছেন। ভুক্তভোগী এসব পরিবারসহ এলাকাবাসী ওই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। অন্যদিকে চিহ্নিত কতিপয় ভূমিদস্যু ও জমি ব্যবসায়ী সরকারি রাস্তা থেকে ইট উঠিয়ে রাস্তার জমি জবরদখলের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক জনভূমি ব্যবসায়ী বলেন, লাখ লাখ টাকা খরচ করে প্রশাসনকে ম্যানেজ করে আমরা প্রচীর নির্মাণ করছি। প্রয়োজনে আরো টাকা দেব তবুও প্রাচীর নির্মাণ করবোই। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান বলেন, রাস্তার জায়গা ছাড়াও স্লোভে ১৫ থেকে ২০ ফুট জায়গা সরকারি একোয়ারভুক্ত। একোয়ারভুক্ত জায়গা দখল করার কোন সুযোগ নেই। এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপিকে এলাকাবাসী মৌখিকভাবে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।