৬৭ লাখ টন চাল রফতানি করবে ভিয়েতনাম

0

লোকসমাজ ডেস্ক॥ ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ। চলতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬৭ লাখ টন চাল রফতানি হতে পারে। ভিয়েতনামের মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে খাদ্যপণ্যটির এ রফতানি লক্ষ্য ঘোষণা করা হয়েছে। খবর ব্যাংকক পোস্ট।
বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর শেষে ভিয়েতনাম থেকে ৬৭ লাখ টন চাল রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার জের ধরে বছরজুড়ে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ৭০ লাখ টন চাল রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ বেশি। ২০১৮ সালে দেশটি থেকে ৬৮ লাখ ৫০ হাজার টন চাল রফতানি হয়েছিল।