যশোরে নারী উদ্যোক্তাদের নিয়ে পাঁচদিনের মেলা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ মুজিব জন্মশতবর্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে ৫ দিনব্যাপী আনন্দমেলা ও আলোচনা সভা শনিবার থেকে যশোরে শুরু হয়েছে। বিকেলে যশোর শহরের ওয়াইডাব্লিউসিএ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলে জাতীয় মহিলা সংস্থা এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি মমতাজ বেগম বলেন, স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। তাই শেখ হাসিনার হাতে হাত রেখে নারীদের উন্নয়নমূলক কাজে আরও বেশি অংশগ্রহণ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে। সংস্থার যশোর জেলা চেয়ারম্যান লাইজু জামানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ। মেলায় নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের ৩৫ টি স্টল রয়েছে।