খালেদা জিয়াকে জীবিত ফিরে পাবেন কিনা শঙ্কায় স্বজনরা

0

লোকসমাজ ডেস্ক॥ কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জীবিত অবস্থায় ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার মেজো বোন সেলিমা ইসলাম। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। এ সময় গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘উনার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে। কোনো কিছুর পরিবর্তন হয়নি। শ্বাসকষ্টের কারণে উনি নিঃশ্বাস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জিলন মিয়া সরকার বলেন, ‘শ্বাস কষ্ট হলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (অক্সিজেন) দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। রোগীর পক্ষ থেকে বলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রতি জামিন আবেদন নাকচ হওয়ার বিষয়ে খালেদা জিয়া জানেন কিনা- এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, ‘উনি এসব বিষয়ে সবকিছু জানেন। আমরা মনে, করি মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ।’ ‘এত কিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দিক’ যোগ করেন তিনি। গত ২৭ ফেব্র“য়ারি হাইকোর্টে খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পর এই প্রথম তার স্বজনরা সাক্ষাৎ করেন। বিকেল ৩টায় খালেদা জিয়ার স্বজনরা বিএসএমএমইউতে আসেন। প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে বেরিয়ে যান তারা। স্বজনদের মধ্যে অন্যরা ছিলেন, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও সামিয়া ইস্কান্দার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে কারা হেফাজতে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।