অগ্নিঝরা মার্চ

0

মাসুদ রানা বাবু ॥ আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এদিনে গণভোটে নির্বাচিত বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে লাগাতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রেসকোর্স ময়দানে অগ্নিঝরা ভাষণ দেয়ার পর আর বাঙালী জাতিকে আন্দোলনের কর্মসূচির জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি। মুক্তির সংগ্রামের মনোবল নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে রাজপথে। সেদিন কানায় কানায় ভরে যায় রেসকোর্স ময়দান। ময়দান জুড়ে শুধু মানুষ আর মানুষ। পুরো ময়দান পরিণত হয় জনসমুদ্রে। রেসকোর্স ময়দানের বাইরেও ছড়িয়ে পড়ে মানুষের স্রোত। সকল মানুষের মুখে শ্লোগান ছিল ‘বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। লাখো কণ্ঠের ওই ধ্বনিতে কেঁপে ওঠে পাকিস্তানি সামরিক জান্তার মসনদ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ঘর থেকে বের হয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে সকল স্তরের মানুষ। জনসমুদ্র থেকে বাঙালিদের নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ডাক খুব দ্রুতই অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারাদেশে। এইদিন তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেবার পর পরই পাকিস্তান সরকারের কার্যক্রম পূর্ব পাকিস্তানে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে।