রেলে যাত্রী বৃদ্ধির সাথে সাথে ব্যস্ত হয়ে উঠেছে যশোর রেলস্টেশন। অথচ এই স্টেশনের সামনের সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। বৃষ্টি ছাড়াও খানাখন্দে এভাবে পানি জমে থাকছে। যাত্রী ও পথচারীরা এবং যানবাহন চালকরা প্রতি মুহূর্তে পড়ছেন বিপাকে-হানিফ ডাকয়া

0