কেশবপুরে বিতর্কিত মুক্তিযোদ্ধাদের নাম গেজেট থেকে বাদ দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে বিতর্কিত মুক্তিযোদ্ধাদের নাম গেজেট থেকে বাদ দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। রবিবার দুপুরে কেশবপুর প্রেস কাব হলরুমে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ২০০১ সালের পর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয় দখল করা হয়। ২০০৪ সালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মনগড়া একটি কমিটি গঠন করে। ২০০৫ সালে ভুয়া তথ্যের ভিত্তিতে সাবেক কমান্ডার প্রয়াত কামালউদ্দীনের নেতৃত্বে প্রয়াত কমান্ডার আনিছুর রহমান খান গং অমুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্তির জন্যে সুপারিশ করেন। এরপর থেকে চলতে থাকে মুক্তিযোদ্ধাদের সাথে অমুক্তিযোদ্ধাদের বিরোধ।
২০০৯ সালে প্রকৃত মুক্তিযোদ্ধারা ৪৩ জন বিতর্কিত মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়ার দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন পর ২০১২ সালে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করলে আব্দুস সামাদ খানসহ ২২ জন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। যার নং- ৫১২২/১২। ২০১৪ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ৬২তম সভার সিন্ধান্তের আলোকে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের মৃত আব্বাস আলী গাজীর ছেলে লুৎফর রহমানের গেজেট নং- ২৬৫৯ বাতিল করা হয়। ২০০৯ সালে কেশবপুরের অভিযোগকৃত মুক্তিযোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪৯ জন গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফজলুর রহমান, শাহাবুদ্দীন, রশিদুল হক, আমির আলী, লিয়াকত হোসেন, আদিত্য কুমার দত্ত, আবুল হাসান খান, আবদুল লতিফ, সামসুর রহমান, আবদুস সাত্তার, আবুল হোসেন প্রমুখ।