ঝিকরগাছা ও কেশবপুরে গ্রেফতারি পরোয়ানার তালিকা টানানো হল

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরের ঝিকরগাছা ও কেশবপুর উপজেলায় পুলিশের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের তালিকা প্রকাশ্যে টাঙ্গানো হচ্ছে। গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের ঝিকরগাছায়,গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির তালিকা প্রকাশ করেছে থানা পুলিশ। যা শুক্রবার দুপুরে ঝিকরগাছা থানা পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদে স্ব স্ব এলাকার তালিকা ঝুলিয়ে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ঝিকরগাছা পৌর কার্যালয়ে এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের নামের তালিকা টাঙ্গিয়ে এ কাজের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ আবু হেনা মিলন, সেকেন্ড অফিসার দেবব্রত দাস, এস আই সুরনজিৎ, হাফিজুর রহমান হাফিজসহ থানার অফিসারবৃন্দ।
অপরদিকে স্টাফ রিপোর্টার, কেশবপুর থেকে জানান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের নামের তালিকা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের দেয়ালে টানিয়ে দিয়েছেন। মামলাভুক্তরা জামিন নেয়া অথবা আদালতে আত্মসমর্পণের সুযোগ পাবেন। পুলিশ জানায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের নামের তালিকা প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনের প্রকাশ্য স্থানে টানিয়ে দেয়া হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, আমার ইউনিয়ন পরিষদের ভবনের দেয়ালে তালিকাভুক্ত দের নাম টানিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, পরোয়ানাভুক্ত ব্যক্তিরা যাতে পলাতক থাকতে না পারে এবং সকলে জানতে পারে। পরোয়ানা ভুক্তদের আটকে জনগণের সহযোগিতা পাওয়া যাবে।