বৈদেশিক কর্মসংস্থানের জন্য সচেতনতামূলক কর্মশালা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামুলক এক কর্মশালা বুধবার সকাল ১০ টায় ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, জনশক্তি ও কর্মসংস্থান খুলনার উপ-সহকারী পরিচালক মো. ইকবাল হুসাইন, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, সমাজসেবা অফিসার মো. শাহীন আলম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, মিসেস কেয়া খাতুন, আম্বিয়া বেগম প্রমুখ।