মোরেলগঞ্জে মেম্বারের চোখ উপড়ে ফেলার ঘটনায় গ্রেফতার ২

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানার চোখ উপড়ে ফেলা মামলায় দু জনকে প্রেফতার বরেছে পুলিশ। এরা হলেন মহারাজ খান (৪৫) ও শাহজালাল আকন (৪০)। বুধবার ভোররাতে উপজেলার বারুইখালী গ্রামের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এই নিয়ে এজাহার নামীয় দু জনকে গ্রেফতার করলো পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে যুবলীগ নেতা রানার বড় ভাই ফারুক হাওলাদার মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বলেন, আমরা দুই আসামিকে গ্রেফতার করেছি। তাদেরকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গত সোমবার (২৪ ফেব্র“য়ারি) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন নাজমুল হাসান রানা। পথে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় পৌঁছালে ১৫-২০ জন সন্ত্রাসী তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে।