যশোরে এসএমই মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ যশোর টাউন হল মাঠে চলছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা উপলক্ষে গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষে ুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা, মান নিয়ন্ত্রণ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিষয়ক সেমিনার। সেমিনারে সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে শিল্প বিকাশের অপর সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের জামদানি শাড়ি বাংলাদেশের নিজস্ব ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। নকশীকাঁথাসহ আরও কিছু পণ্য এ ধরনের স্বীকৃতির আওতায় নিয়ে এসে বাংলাদেশের ুদ্র ও কুটির শিল্পের আন্তর্জাতিক বাজার সৃষ্টি সম্ভব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। এছাড়া বক্তব্য রাখেন নাসিব যশোরের সভাপতি সাকির আলী, জেলা ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন প্রমুখ।