মানববন্ধন ও স্মারকলিপি পেশ নতুন অন্তর্ভুক্ত বাসিন্দারা যশোর পৌরসভার অন্তর্ভুক্ত হতে চান না

0

স্টাফ রিপোর্টার॥ যশোর পৌরসভায় নতুন অন্তর্ভুক্ত জনপদের বাসিন্দারা তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। গতকাল সোমবার যশোর কালেক্টরেট চত্বরে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধব কর্মসূচির মাধ্যমে এই দাবি জানান। তারা বলেন, যে ইউনিয়নগুলো যশোর পৌরসভার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে সেগুলো স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ জনপদ হলেও অনেক উন্নত এবং নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করে। ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা কৃষি বা গ্রামীণ অন্যান্য পেশার সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করে। ইউনিয়নগুলো পৌরসভার অন্তর্ভুক্ত করা হলে জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে। আমরা খুব সহজে ইউনিয়ন পরিষদে গিয়ে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পেয়ে থাকি। পৌরসভায় অন্তর্ভুক্ত করা হলে এটি আমাদের সময় শ্রম অর্থ বেশি ব্যয় হবে। সেই সাথে আমাদের হোল্ডিং ট্যাক্স, কর এবং মাশুলের হার বহুগুণে বৃদ্ধি পাবে। ট্রেড লাইসেন্স কয়েকগুণ বেশি টাকায় সংগ্রহ করতে হবে। ভোগান্তিও বাড়বে। উপশহর ইউনিয়নের কিসমত নওয়াপাড়া, বিরামপুর ও শেখহাটি মৌজা, ফতেপুর উনিয়নের ঝুমঝুমপুর ও বালিয়াডাঙ্গা মৌজা, চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া মৌজা, এবং রামনগর ইউনিয়নের মুড়লি ও মোবারককাঠি মৌজার কয়েকশ’ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।