অভয়নগরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ আদায় ক্যাম্প

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, নওয়াপাড়া শাখার উদ্যোগে ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই ঋণ আদায় ক্যাম্পে সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক জি.এম হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা উপ-বিভাগের প্রধান মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী।
ব্যাংক ব্যবস্থাপক মুহা. আব্দুল হান্নানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তারিম আহমেদ ইমন, ইউনিয়ন ভিডিপির দলনেত্রী মোছা. রুমানা আক্তার, আনসার কমান্ডার মো. আবু দাউদ মোড়ল, মো. আনছার আলী, মো. আব্দুর রব প্রমুখ। ঋণ আদায় ক্যাম্পে কর্মকর্তারা গ্রাহকদের ব্যাংকের নিয়মনীতি মেনে ঋণ গ্রহণ এবং তা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের আহবান জানান।