চৌগাছায় ট্রাকের ধাক্কায় সাত শিশু শিক্ষার্থীসহ আহত ৯

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় সবুজকুঁড়ি আইডিয়াল স্কুলের ভ্যানে ট্রাকের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থীসহ এক অভিভাবক ও ভ্যানচালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত শিক্ষার্থী তৃষাকে (১০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে চৌগাছা-মহেশপুর সড়কের বয়শাগাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
আহতরা হলেন ভ্যানচালক ইদ্রিস আলী (৫০), অভিভাবক চাঁদপাড়া গ্রামের পান্নার স্ত্রী পলি বেগম (৩০) ও তার দুই সন্তান শিক্ষার্থী পুষ্পা (১২) ও পরশ (৫), একই গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে তামান্না তাবাসসুম তৃষা (১০), জহুরুল ইসলামের ছেলে তারিফ (১০), সোহাগ হোসেনের ছেলে সাইমুন (১১), আব্দুর রহিমের মেয়ে তিহামিম (৬) ও রনি আহম্মেদের মেয়ে জবা (৫)। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল আজম মিল্টন জানান, প্রতিদিনের মত শনিবার সকালে স্কুলের শিক্ষার্থী বহনকারী ভ্যান ছাত্র-ছাত্রী নিয়ে চাঁদপাড়া গ্রাম থেকে চৌগাছা শহরের স্কুলে আসছিল। ভ্যানটি চৌগাছা-মহেশপুর সড়কের বয়শাগাড়ি ব্রিজের কাছে আসলে চৌগাছা থেকে ঢাকাগামী যাত্রীবাহী জে-লাইন পরিবহনকে সাইড দিতে যায়। এ সময় মহেশপুরের দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৮৬১) ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে উল্টে সড়কের নিচে খাদে পড়ে যায়। চৌগাছা মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাহিদ সিরাজ বলেন, এখানে যারা ভর্তি আছে তার সবাই শঙ্কামুক্ত। এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে।