বাড়ির সামনে ইট রাখার প্রতিবাদ করায় যুবদল নেতাকে হত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় বাড়ির সামনে ইটের স্তুপ রাখার প্রতিবাদ করায় শুক্রবার সকালে সন্ত্রাসীরা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. বদিউজ্জামান ধনিকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালিয়েছে। তার স্ত্রী মোছা. শারমিন আক্তারকেও শারীরিকভাবে লাঞ্ছিত এবং তার শ্লীলতাহানি ঘটানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে পুলিশ ওই এলাকায় দু দফা অভিযান চালালেও সন্ত্রাসীদের আটক করতে পারেনি। শংকরপুর চোপদারপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে যুবদল নেতা বদিউজ্জামান ধনি জানান, একই এলাকার আকবর আলীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ও রফিকুলসহ তাদের সহযোগী দুর্বৃত্তদের নানা অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। কয়েকদিন আগে সন্ত্রাসী শফিকুল তার বাড়ির সামনে ইটের স্তুপ রেখে দেয়। তার এই কাজে সহায়তা করে ভাই রফিকুল এবং একই এলাকার শুকুর আলী। এভাবে ইটের স্তুপ রেখে দেওয়ার কারণে তাদের বাড়িতে যাতায়াতের সমস্যা হচ্ছে। শুক্রবার সকাল নয়টার দিকে উল্লিখিতদের তিনি এই সমস্যার কথা জানিয়ে বাড়ির গেটের সামনে থেকে ইট সরিয়ে নিয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে গালিগালাজ করতে থাকে। এছাড়া রফিকুল ও শুকুর আলী ধারালো অস্ত্র উঁচিয়ে তাকে খুন করার হুমকি দেয়। প্রতিবাদ করলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। তারা এ সময় তার কাছে থাকা ৭ হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকার চেঁচামেচি শুনে এ সময় স্ত্রী মোছা. শারমিন আক্তার স্বামীকে রক্ষার জন্য ছুটে এলে তারা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ সকালে এবং বিকেলে দু দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে পুলিশ আটক করতে পারেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে হামলা এবং হত্যা চেষ্টার ঘটনায় বদিউজ্জামান ধনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ডিউটি অফিসার এসআই শারমিন খাতুন তার অভিযোগ দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, সন্ত্রাসী শফিকুল হত্যাসহ কয়েকটি মামলার আসামি। দুর্ধর্ষ প্রকৃতির এই সন্ত্রাসী আওয়ামী লীগের একটি গ্রুপের শেল্টারে থেকে এলাকায় নানা অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কিন্তু ভয়ে কেউ তার কর্মকান্ডের প্রতিবাদ করতে সাহস পায় না।