নড়াগাতিতে পান বরজে প্রতিপক্ষের আগুনে চাষির স্বপ্ন পুড়ে চুরমার

0

নড়াইল অফিস ॥ নড়াইলের পল্লীতে প্রতিপক্ষরা শত্রুতাবশত মঙ্গলবার গভীর রাতে একটি পানের বরজে আবারও আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে পান বরজ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক প্রভাষ দাস (৫৫) জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের গন্ধববাড়িয়া গ্রামে। পানের বরজের মালিক প্রভাষ দাস জানান, লোন নিয়ে ৬ বছর আগে তিনি প্রায় ৩০ শতক জমিতে বরজ তৈরি করে পান চাষ শুরু করেন। চাষের দু বছরের মাথায় আজ থেকে চার বছর আগে গ্রামের প্রতিপক্ষরা বরজের একাংশের পান গাছের শেকড় তুলে ফেলে এবং বরজ ভেঙ্গে ক্ষতি করে। শুধু পানের বরজের ক্ষতিসাধন করেই ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষরা। তারা প্রভাষ দাস, স্ত্রী বন্দনা ও তার কলেজ পড়–য়া ছেলে আকাশ দাস টিটুলকে গত ২০১৯ সালের ২ ডিসেম্বর হাত-পা কেটে জানে মেরে ফেলার হুমকি দেয়। উপায়ান্ত না পেয়ে প্রভাষ দাস ঘটনাটি উল্লেখ করে ৪ ডিসেম্বর একই গ্রামের সঞ্জয় দাস, সুব্রত দাসসহ ৮ জনের নাম উল্লেখ করে নড়াগাতি থানায় একটি জিডি করেন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি গভীর রাতে প্রতিপক্ষরা পানের বরজে আগুন ধরিয়ে দেয়। বরজের কিছু অংশ পুড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ওই বারের আগুনে প্রায় ৫লাখ টাকার পান আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় টাকা ধার করে প্রভাষ আবারও পান চাষ শুরু করেন। পান পাতায় পরিপূর্ণ বরজ থেকে বুধবার পান কাটার জন্য তিনি শ্রমিকও ঠিক করে রেখেছিলেন। আশা ছিল দামের বাজারে পান বিক্রি করে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসবে। মঙ্গলবার গভীর রাতে প্রতিপক্ষের দেয়া আগুনের লেলিহান শিখায় তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুন দেয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।