যশোর দেয়াড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ মতায় এসে তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করছে। আওয়ামীলীগ সরকার দেশের ও দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে চেষ্টা করছে। এরই মধ্যে দেশের দারিদ্র্যহার ২০ দশমিক ৫ ভাগ নামিয়ে আনতে সম হয়েছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে দেশ অর্থনৈতিকভাবে যে প্রবৃদ্ধি অর্জন করেছে সেসব অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ পাচ্ছে। সেই ল্য নিয়ে আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। দেয়াড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, আব্দুল কাদের, গোলাম মোস্তফা, আবু মোতালেব বাবু, তুরাব আলী, মোতালেব হোসেন, শুভ চক্রবর্তী মিন্টু, ইয়ারুল হক জুয়েল, রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলনে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শাহিনুর রহমান শাহিন।