বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে ৮ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল ফোন জব্দ

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে ৮ লাখ টাকার ওষুধ ও মোবাইল ফোন জব্দ করেছে। বুধবার বেলা ১১ টার দিকে এসব পণ্য জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস সূত্র জানায়, স্ক্যানিং মেশিনে বড় বড় তিনটি ল্যাগেজে ওষুধের এ চালান ধরা পড়ে। ল্যাগেজ খুলে দেখা যায় তার মধ্যে ভারতীয় উন্নত মানের পেনিটন সোডিয়াম ইনজেকশন ইউএসপি ও থ্রমবোফোপ জেল রয়েছে। এ সময় পাসপোর্ট যাত্রী তার ল্যাগেজ ফেলে পালিয়ে যায়। অপরদিকে ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টযাত্রী রতœা খাতুন (পাসপোর্ট নং ইএ০৭৩৮২২১) ও আবিদ হাসান (পাসপোর্ট নং বিএল ০৩৫১৪৫৬) কাস্টমস স্ক্যানিং থেকে বের হলে সন্দেহবশত শুল্ক গোয়েন্দারা বেনাপোল স্থলবন্দর টার্মিনালের মধ্যে বাথরুমে মহিলা দিয়ে তল্লাশি করে। এ সময় রতœার কাছে অভিনব কায়দায় লুকানো থাকা ১৬ পিস রেডমি -৮ প্রো মোবাইল ফোন জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ওই মহিলার বোরকার নিচে জিন্সের প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় ১৬টি পকেট বানিয়ে লুকিয়ে আনা ১৬টি মোবাইল জব্দ করা হয়। ওই মহিলার সাথে থাকা আবিদের কাছ থেকে ৩টি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা বলে প্রাথমিক ভাবে তিনি জানান। পাসপোর্ট যাত্রী রতœা ঢাকার গুলশান বাড্ডা এলাকার মোজাম্মেল এর স্ত্রী ও আবিদ হাসান একই এলাকার আব্দুর রহমান এর ছেলে। চেকপোস্ট কাস্টমস সুপার এম এ হান্নান বলেন এ আরও আমিনুল ইসলাম, আনিছুর রহমান ও শুল্ক গোয়েন্দারা যৌথবাবে মোবাইল ফোন ও ওষুধ জব্দ করে। ওষুধ ও মোবাইল ফোনের মোট মূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। তবে ওষুধের মালিক না পাওয়ায় মালিকবিহীন জব্দ করা হয়েছে। অপরদিকে সরকারি রাজস্ব দেওয়ার জন্য মোবাইল ফোনের ডিএম স্লিপ ওই যাত্রীদের দেওয়া হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।