প্রাকৃতিক রাবারের বৈশ্বিক উৎপাদন ও চাহিদা বৃদ্ধির পূর্বাভাস

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরে প্রাকৃতিক রাবারের বৈশ্বিক উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে পণ্যটির বৈশ্বিক চাহিদা। অ্যাসোসিয়েশন অব ন্যাচারাল রাবার প্রডিউসিং কান্ট্রিজের (এএনআরপিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
এএনআরপিসির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে মোট ১ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। মূলত আবাদি জমির পরিমাণ বাড়ায় কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদন চাঙ্গা থাকার প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, উৎপাদন বৃদ্ধির সঙ্গে এ বছর রাবারের বৈশ্বিক চাহিদাও ঊর্ধ্বমুখী থাকতে পারে। চলতি বছর বৈশ্বিক পণ্যটির চাহিদা বেড়ে ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার টনে উন্নীত হতে পারে, আগের বছরের তুলনায় যা ২ দশমিক ৭ শতাংশ বেশি।
বিদায়ী বছরে রাবারের বৈশ্বিক উৎপাদনে মন্দা ভাব বজায় ছিল। বিশ্বের শীর্ষ রাবার উৎপাদনকারী দেশগুলোর প্রায় প্রতিটিতেই ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল। ফলে পণ্যটির ফলন ব্যাপক হারে হ্রাস পায়, যা উৎপাদন কমিয়ে আনতে প্রভাবক হিসেবে কাজ করে।
বিদায়ী বছর বিশ্বজুড়ে মোট ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল, যা ছিল আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ কম। ওই সময় পণ্যটির চাহিদাও আগের বছরের তুলনায় ১ শতাংশ কমে ১ কোটি ৩৭ লাখ টনে নেমে গিয়েছিল। বিভিন্ন দেশের মধ্যে বিরাজমান বাণিজ্যিক অনিশ্চয়তার জেরে গত বছর বৈশ্বিক অর্থনীতি শ্লথ হয়ে পড়ে, যা অন্যান্য পণ্যের সঙ্গে রাবারের চাহিদা হ্রাসের অন্যতম প্রধান কারণ।