ফুলতলায় ডাক্তারের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট উত্তম কুমার দেওয়ানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, চাকরিচ্যুতি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার সকাল ৯ টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বক্তৃতা করেন সদ্য যোগদানকারী আরএমও ডা. কাজী আব্দুর রউফ, ডা. দিলজান নিপা, ডা. সালিমা মেহের, ডা. সুকান্ত দাস, ডা. সিরাজাম মুনিরা, ডা. সাদিয়া আফরিনসহ। চিকিৎসক, নার্স, কর্মকতা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি উত্তম কুমার দেওয়ান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।