শিশুবান্ধব ডেক্স’র উদ্বোধন শার্শা থানায়

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে শার্শা থানাকে শিশুবান্ধব থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিশুবান্ধব ডেক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় থানায় এর উদ্বোধন করেন শার্শা থানা পুলিশের ওসি মু. আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) মাহদুদ আল ফরিদ ভুইয়া, এসআই খায়রুল বাশার, এসআই আবুল হাসান, এসআই দিবাকর মালাকার, এসআই ফারুক হাসান, সাংবাদিক রাশেদুজ্জামান রাশু, শাহজাহান কাজী সবুজ, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম মনি, মশিয়ার রহমান কাজল, আনিছুর রহমান, জিএম আশরাফ, ওসমান গনি প্রমুখ।ওসি মু. আতাউর রহমান বলেন, ‘শিশুবান্ধব থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শার্শা থানার পক্ষ থেকে আমরা এ আয়োজন করেছি। একজন শিশু থানায় আসলে সে যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। অনেক সময় বিভিন্ন ঘটনার শিকার হয়ে শিশু ভিকটিম হয়ে থানায় আসে। এই ভিকটিমের মনে যাতে কোন ভয়ের সৃষ্টি না হয় বা থানা পুলিশ সম্পর্কে কোন নেতিবাচক ধারণা না হয় সে লক্ষ্যে শার্শা থানা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।’