করোনাভাইরাস : বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকদের শরীর পরীক্ষা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ চীনের করোনাভাইরাস প্রতিরোধ করতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা এবার মাঠে নেমেছেন। তারা ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের শরীর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বেনাপোল চেকপোস্টের মূল ফটকে এই পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মো. মামুন কবির তরফদার। চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-সহকারী ডা. আব্দুল মজিদ ও তার অধীনস্থ স্বাস্থ্য সেবার লোকজন এই পরীক্ষার কাজ করছেন।
এ ব্যাপারে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তালুকদার বলেন, ‘আমরা যদি শুধু ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করি তাহলে শতভাগ পরীক্ষা করা হবে না। কারণ আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালকরাও করোনা ভাইরাসের জীবানু বহন করে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সে লক্ষ্যে আমরা বন্দর থেকে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশের প্রবেশদ্বারে মেডিকেল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।’ এ সময় তিনি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ উদ্দিনকে যারা গেট পাশে আসেন তাদেরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেল টিমের কাছে পাঠানোর কথা বলেন। ডা. আব্দুল মুজিদ বলেন, এটা একটি ভালো পরিকল্পনা। তিনি বলেন, শুধু বিদেশ থেকে পাসপোর্ট যাত্রী এ পথে আসেন না। বিদেশ থেকে ভারতীয় গাড়ির লোকজন পাসপোর্ট বাদে গেট পাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ জন্য বাংলাদেশে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এ পরীক্ষা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রুহোল আমিন, আতিকুর রহমান, ট্রাফিক পরিদর্শক ফিদা হোসেন, আব্দুল কাদের প্রমুখ।