সুন্দরবনে মাসুদ বাহিনীকে মুক্তিপণ দিয়েই বাড়ি ফিরতে হলো জেলে ঈমান আলীকে

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনদস্যু মাসুদ বাহিনীর অমানুষিক নির্যাতন শেষে মুক্তিপণের ৫০ হাজার টাকা দিয়েই বাড়িতে ফিরতে পেরেছেন জেলে ঈমান আলী সরদার। রবিবার ভোর ৬ টার দিকে অন্য জেলেদের সহায়তায় নৌকা যোগে তিনি বাড়িতে ফেরেন। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামে মৃত আমির চাঁদ সরদারের ছেলে। বনদস্যুদের নির্যাতন বিস্তারিত না জানালেও ঈমান আলী বলেন, সেখানে অনেক কষ্টের দিন ছিল। মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে তিনি আরো জানান, গত ১৩ নভেম্বর কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে অপর দুই সহযোগী নুর ইসলাম ও ওয়েজকরুনীকে নিয়ে সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন মোহন্তখালী খালে মাছ ধরার সময় বনদস্যু মাসুদ বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। বনদস্যুরা পরবর্তীতে দুই সহযোগী জেলেকে ছেড়ে দিয়ে মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করে। দীর্ঘ এক সপ্তাহ ধরে মাসুদ বাহিনীর ওই জেলেকে অমানুষিক নির্যাতন করে। অবশেষে মুক্তিপণের ৫০ হাজার টাকা পরিশোধ করা হলে তাকে ছেড়ে দেয়। তিনি অন্য জেলেদের সহায়তায় নৌকা যোগে রবিবার সকালে বাড়িতে ফিরেছেন। কৈখালি স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।