নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে নিরাপদ খাদ্য দিবস

0

স্টাফ রিপোর্টার ॥ ’সবাই মিলে হাত মেলাই-নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার সারাদেশের ন্যায় যশোরেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসের কর্মসুচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনাসভা। জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট চত্ত্বর থেকে এই শোভাযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী। বক্তব্য রাখেন, বাজার কর্মকর্তা সুজাত আলী, নাসিবের সভাপতি সাকের আলী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, সরকার দেশের মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসাসেবা ব্যবস্থা নিশ্চিত করনে অঙ্গীকারবদ্ধ। বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এরই ধারবাহিকতায় সর্বস্তরের জনগনের জন্যে নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশ এখন উন্নয়নে বিস্ময়। নেতৃবৃন্দ বলেন ২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের আর ৪১ সালে এই দেশকে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সরকারের নানা মুখি পরিকল্পনা গ্রহন করেছে। নেতৃবৃন্দ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা জন্যে সকলের প্রতি আহবান জানান।