‘মহারাষ্ট্রও এনআরসি বাস্তবায়ন করবে না’

0

লোকসমাজ ডেস্ক॥ নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান ও মধ্যপ্রদেশের পাশে এসে দাঁড়ালো মহারাষ্ট্র। সেখানে সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেছেন, তার রাজ্যে বাস্তবায়ন করা হবে না ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ লিখেছে, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), এনআরসি অথবা এনপিআর বাস্তবায়ন না করার জন্য এর আগে যেসব রাজ্য অবস্থান নিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে মহারাষ্ট্র। নাগরিকত্ব সংশোধন আইন পার্লামেন্টে উত্থাপন করার পর থেকেই এ আইন নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। অনেক স্থানে তা সহিংস আকার ধারণ করে। বেশ কিছু মানুষ এতে প্রাণ হারিয়েছেন।