বেনাপোলে আহত ব্যক্তির মৃত্যু, ময়নাতদন্ত ছাড়া দাফন হামলাকারীদের চাপে

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে পিটুনিতে আহত গোলাম আলী সরদার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর ঘটনা একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, নিহত গোলাম আলী সরদার পেশায় একজন রাজমিস্ত্রি । তিনি পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মৃত শওকত আলী সরদারের ছেলে। তার মামা জহির হোসেন ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকালে গোলাম আলী বাড়ির পাশের মাঠে কাজে যান। ওখানে আনসার আলী নামে এক ব্যক্তির সাথে জমির আইল ঠেলা নিয়ে বিতর্ক হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারিতে গুরুতর জখম হন গোলাম আলী। খবর পেয়ে স্বজনেরা তাকে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১ টরি দিকে তিনি মারা যান। অভিযোগ উঠেছে, হাসপাতাল থেকে গোলাম আলীর লাশ ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নেয়া হয়। এর পর হামলাকারীদের পক্ষ থেকে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। শনিবার সকাল ১০ টার দিকে লাশ দাফন করা হয়েছে বলে জানান নিহতের বড় ভাই ইয়াকুব আলী। নিহতের মামা জহির হোসেন সাংবাদিকদের বলেন তার ভাগ্নে হত্যার শিকার হলেও প্রতিপক্ষের চাপে পরিবারের সদস্যদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। প্রতিপক্ষ হত্যার বিষয়টি মীমাংসার কথা বলে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ দাফন করেন। এ বিষয়ে পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদীউজ্জামান বলেন, গন্ডগোল হয়েছে শুনেছি, তাছাড়া গোলাম অসুস্থ ছিল। এটাও শুনেছি পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফন হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, আমি কিছু জানি না। তবে এ বিষয়ে যদি কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।