ফুলতলা বাসস্ট্যান্ডে স্পিড ব্রেকারের দাবি

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় স্পিড ব্রেকারের দাবিতে এক মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক কমরেড আনছার আলী মোল্যা ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মৃণাল হাজরা প্রমুখ। সভায় আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় ফুলতলা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করা হয়। উল্লেখ্য,খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাজার এলাকায় কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে দুর্ঘটনায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহত হয়েছেন।