ফেসবুকে চীন থেকে বাংলাদেশীদের ফেরত নিয়ে বিতর্ক

0

লোকসমাজ ডেস্ক ॥ চীনের উহান শহর থেকে ৩১২ বাংলাদেশীকে ফেরত আনার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানালেও ভিন্নমত দিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশীদের ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তাদের বেশিরভাগই উহান ফেরতদের শুভকামনা করে পোস্ট দিয়েছেন। একই সাথে বলেছেন যে, তাদের আলাদা স্থানে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত সময়োপযোগী।
সামিয়া নুর নামে একজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন, সরকারকে ধন্যবাদ জানাই। আশা করি, আত্মীয়-স্বজনরা ওখানে গিয়ে ভিড় জমাবে না। এমডি হারুনুর রশিদ নামে আরেক ফেসবুক ব্যবহারকারী বিশেষ বিমানে করে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে একটি ‘চমৎকার উদ্যোগ’ বলে বর্ণনা করেছেন। গৌতম কে. সান্যাল বলেন, ‘সরকার ভাল পদক্ষেপ নিয়েছে। আশা করছি ভাল কোয়ারেন্টাইনের মাধ্যমে খারাপ কিছু হবে না। ভাল সংবাদ হচ্ছে, উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এখনো কোন বাংলাদেশি আক্রান্ত হয়নি।’
একইভাবে বিষয়টিকে ইতিবাচক বলে মনে করছেন না আবার অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নেতিবাচক প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন তারা। অনেক ব্যবহারকারী আবার ফিরিয়ে আনা বাংলাদেশিদের রাজধানী ঢাকায় রাখার সমালোচনা করেছেন। তারা বলছেন, রাজধানী ঢাকা জনবহুল হওয়ার কারণে এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তারা চীন থেকে নাগরিক ফিরিয়ে নেয়া অন্যদেশগুলোর উদাহরণ টেনেছেন। তামান্না তামান্না নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে বলেছেন, ‘যেটা করলো মোটেই ভাল করলো না। এবার বাংলাদেশ বুঝবে কত ধানে কত চাল।’ স্বপন মোল্লাহ নামে আরেকজন বলেছেন, ‘অস্ট্রেলিয়া তাদের শিক্ষার্থীদের দেশে ফেরত নিয়ে গিয়ে দেশের মূল ভূখণ্ড থেকে দুই হাজার কিলোমিটার দূরে রেখেছে। আর আমাদের গুলোকে আশকোনায়… যেখানে লক্ষ লক্ষ লোকের বাস।’ এর আগে শনিবার সকালে করোনাভাইরানের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকালে দেশে ফিরেন ৩১৬ জন বাংলাদেশি। চীন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন শিশু রয়েছে। (সূত্র : বিবিসি)