যশোরে যুবককে মারপিটের ঘটনায় মামলা, আসামি ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বিরামপুরে রাজু (২৪) নামে এক যুবককে মারপিট করে জখম এবং টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। রাজুর পিতা শাহ আলম গত শুক্রবার রাতে মামলাটি করেন। আসামিরা হলেন, বিরামপুর খাটপাড়ার বাবর আলীর ছেলে জীবণ ওরফে ভাইপো জীবণ (২১), আব্দুস সাত্তারের ছেলে সজিব (১৯) এবং শুকুর আলীর ছেলে আজিম (২৬)। এছাড়া অজ্ঞাত আরো ৩/৪ জন রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সবাই মাদকসেবী। তারা তার ছেলে রাজুকে বিভিন্ন সময় মাদক সেবন করতে বলে। কিন্তু সে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়। গত ২৩ জানুয়ারি রাজু বাড়ি থেকে সফিউল্লাহের মোড়ে যাচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ভাটপাড়া শহিদুল ইসলামের বাড়ির পাশে পৌঁছালে আসামিরা তাকে মারপিট করে। ধারালো দা দিয়ে পিঠে আঘাত করলে সে মারাত্মক জখম হয়। তার পকেটে থাকা বেতনের ২৬ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। এ সময় রাজুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে আহত রাজুকে আশেপাশের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।