বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নতুন শিক্ষাবর্ষ থেকে

0

লোকসমাজ ডেস্ক ॥ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্যে একটিই ভর্তি পরীক্ষা হবে। সব বিভাগের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ীই এই পরীক্ষা নেওয়া হবে। পরে সেখান থেকে মেধাক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। তিনি বলেন, শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বসে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণরা উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে তৈরি প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির বিভিন্ন বিষয়ে আলেচনার জন্য ১৯৭৩ এর অধ্যাদেশ বলে গঠিত চারটি বিশ্ববিদ্যালয় এবং কিছু নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদরে সঙ্গে শিগগিরই বিস্তারিত আলোচনা করা হবে।