যশোরে চিকিৎসক ছাড়াই প্যাথলজি পরীক্ষার রিপোর্ট, জরিমানা আদায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ জেল রোডের ডিজিটাল সেন্টারে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়াই প্যাথলজি পরীক্ষার রিপোর্ট প্রদানের প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার এ অভিযান চালানো হয়। এ সময় আদালত ডিজিটাল সেন্টার কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অপরদিকে এর আগে ধর্মতলায় পৃথক আরেকটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাওয়ার অযোগ্য মিষ্টি সংরক্ষণের অপরাধে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পেশকার শেখ জালাল উদ্দিন জানান, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘোপ জেল রোডে কুইন্স হসপিটালের বিপরীতে ডিজিটাল সেন্টারে অভিযান চালান। এ সময় সেখানে একজন পাথলজিস্টের উপস্থিতি পাওয়া গেলেও রেজিস্টার্ড কোন চিকিৎসক পাওয়া যায়নি। ওই পাথলজিস্টের স্বাক্ষর করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রদান করা হয় বলে কর্তৃপক্ষ আদালতের কাছে স্বীকার করেন। এ কারণে আদালত ডিজিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ধর্মতলার সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান খাওয়ার অযোগ্য মিষ্টি বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করা রাখা হয়েছে। এছাড়া নোংরা পরিবেশ থাকায় আদালত সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক উত্তম ঘোষের বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।