শরণখোলায় ১৪ বছর পর পুনর্বহাল হলেন মাতৃভাষা কলেজের অধ্যক্ষ

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধে বরখাস্ত হওয়া অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার ১৪ বছর পরে পুনর্বহাল হলেন। গত ১৫ জানুয়ারি হাইকোর্টের এক আদেশে যশোর শিক্ষা বোর্ডের দেয়া পুনর্বহালের নির্দেশ কার্যকর হয়েছে।সোমবার সকালে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার শরণখোলা প্রেস কাবে সাংবাদিকদের এক লিখিত অভিযোগে জানান, সে সময় জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ মতিউর রহমান মতিন নিজে মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ার ষড়যন্ত্র করে তাকে কলেজ থেকে বরখাস্ত করেন। পরে আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষাবোর্ড তাকে অধ্যক্ষ পদে পুনর্বহালের আদেশ দেন। বোর্ডের ওই আদেশের বিরুদ্ধে মতিউর রহমানের ঘনিষ্ট জাহাঙ্গীর হোসেন মুন্সি আদালতে মামলা করলে তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে মামলার চূড়ান্ত বিচারে গত ১৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি আশিষ রঞ্জন দাসের একক বেঞ্চের এক আদেশে বাগেরহাট সহকারী জজ আদালতে জাহাঙ্গীরের দায়ের করা মামলার রায় ও ডিক্রি খারিজ করে দেন। ফলে দীর্ঘ ১৪ বছর পরে যশোর শিক্ষাবোর্ডের পুনর্বহালের আদেশ কার্যকর হওয়ায় আর বাধা নেই।অপরদিকে অধ্যক্ষ নজরুল ইসলাম যাতে কলেজে যোগদান করতে না পারেন সেজন্য প্রতিপক্ষর বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। জানতে চাইলে মাতৃভাষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অলিয়ার রহমান বলেন, ’নজরুল ইসলাম হাইকোর্টের রায় পক্ষে পেলে আমি তাকে স্বাগত জানাই। এ ব্যাপারে আমার কোন সমস্যা নেই।