কল রেকর্ডিং সুবিধা গুগলে

    0

    লোকসমাজ ডেস্ক॥ কল রেকর্ড সুবিধা পেতে অনেকেই ‘অনিরাপদ’ অ্যাপ ব্যবহার করে থাকেন। এবার ব্যবহারকারীদের ‘চিন্তামুক্ত’ রাখতে বিল-ইন কল রেকর্ডিং ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল।
    এক্সডিএ ডেভেলপার ফোরাম জানিয়েছে, পিক্সেল ৪ এর সর্বশেষ সংস্করণে ফোন ডায়ালার অ্যাপে একটি নতুন আইকন যুক্ত করেছে গুগল। অ্যাপটির একাধিক সোর্স কোড বিশ্লেষণ করে কল রেকর্ডিং ফিচারের দেখা মিলেছে।
    অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড মার্সম্যালো পর্যন্ত কল রেকর্ডিং সুবিধা ছিল গুগল ফোন অ্যাপে। তারপর থেকে ফিচারটি প্রয়োজন অনুযায়ী ছিল। কিন্তু অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম থেকে তা বন্ধ করে দেয় গুগল।
    স্মার্টফোন নির্মাতা কয়েকটি প্রতিষ্ঠান যেমন শাওমি তাদের সকল ফোনে কল রেকর্ডিং সুবিধা দিয়ে থাকে। আর প্রতিষ্ঠানটি সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে যে, ইউরোপের বাজারে শাওমির সকল স্মার্টফোন নিজস্ব অ্যাপের পরিবর্তে গুগলের ফোন এবং মেসেজিং অ্যাপসহ সরবরাহ করবে। তাই অনেকের মতে, নতুন কল রেকর্ডিং ফিচারটি শাওমির ফোনগুলোর জন্য একচেটিয়া হতে পারে।