ট্রেনে ৪ গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে আট লক্ষাধিক টাকা লুট

0

স্টাফ রিপোর্টার ॥ চলন্ত ট্রেনের ভেতর চার গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে দুর্বৃত্তরা সাড়ে ৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরু কেনার জন্য গত রোববার রাতে কুষ্টিয়ার মীরপুর থেকে ট্রেনযোগে খুলনায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
অজ্ঞান পার্টির শিকার গরু ব্যবসায়ীরা হলেন- কুষ্টিয়ার মীরপুর উপজেলা শহরের বাসিন্দা শহিদুল ইসলাম (৪৫), ফুলবাড়ী গ্রামের মো. হানিফ (৪৮), কচুবাড়ীয়া গ্রামের আকরামুল হোসেন টিক্কা (৫০) ও নওয়াপাড়া গ্রামের ইউসুফ ওরফে ইয়াসিন আলী (৫২)। তাদের পার্টনার মীরপুরের জমির উদ্দিন জানিয়েছেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেচাগা গরুর হাট থেকে প্রতি সপ্তাহে তারা গরু ক্রয় করেন। রোববার রাত ৯টার দিকে তারা মীরপুর থেকে খুলনাগামী রকেট ট্রেনে ওঠেন। পথের মাঝে অজ্ঞান পার্টির সদস্যরা ট্রেনের ভেতর তাদের ৪ জনকে কৌশলে অজ্ঞান করে ফেলে। পরে দুর্বৃত্তরা মো. হানিফ ও আকরামুল হোসেন টিক্কার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকা, শহিদুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা ও ইয়াসিন ওরফে ইউসুফের কাছ থেকে ২ লাখ টাকা মিলে মোট ৮ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রাত ৩টার দিকে ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছালে কর্মচারীরা ৪ ব্যবসায়ীকে নামিয়ে দেন। এরপর রেলওয়ে পুলিশ ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইলের মাধ্যমে তাদের বাড়ি সংবাদ দেন এবং ব্যবসায়ীদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।