তাবিথের নির্বাচনী অফিসের নিচে ছাত্রদল নেতাদের ওপর হামলা

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালে প্রচারে অংশ নেয়ার পর ছাত্রদল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারা এ হামলা চালিয়েছে তা তাৎণিক জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান বলেন, আমরা নিয়মিত কাজ শেষ করে অফিস থেকে বের হচ্ছিলাম। অফিসের নিচে নামতেই প্রায় ২০ থেকে ২৫ জন রড ও হকিস্টিক দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্রদল নেতা আহত হন। জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টায় বাংলামোটরে তাবিথ আউয়ালের অফিসের নিচে এ হামলা চালানো হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম আবু জাফরসহ কার্জন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম, এস এম হলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিলাহ, মহসিন হলের যুগ্ম আহ্বায়ক হাসান, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মাসুদ রানা।