ঝিকরগাছা ব্লাড ব্যাংকের কম্বল বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক সংগঠন ঝিকরগাছা ব্লাড ব্যাংকের উদ্যোগে বেনেয়ালী গ্রামে, ফতেপুর বাজার, বারবাকপুর, শ্রীরামপুর, হাওয়ার মোড়, নওদাপাড়া, কৃর্ত্তিপুর মাঠপাড়া ও হঠাৎপাড়া, নতুনহাটসহ উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জুন্ন রায়হান, উপদেষ্টা ইমরান হোসেন, প্রতিষ্ঠাকালীন সদস্য শাহারিয়া পারভেজ নিপু প্রমুখ।