জেনে নিন গুগলের ম্যাপস ব্যবহারের নিয়ম

    0

    লোকসমাজ ডেস্ক॥ গুগলের ম্যাপস ব্যবহার আমাদের সবারই জানা প্রয়োজন। কারণ আপনার গাড়ির গতি ও গতিসীমা ছাড়িয়ে গেলে আপনাকে সতর্কও করতে পারে গুগল ম্যাপস।
    সম্প্রতি ‘স্পিডোমিটার’ নামে এই সুবিধা যুক্ত করা হয়েছে গুগল ম্যাপস অ্যাপে।
    এমনকি গাড়ির স্পিডোমিটারটি যদি ত্রুটিপূর্ণ বা ভেঙে গিয়ে থাকে, তবু আপনি এ সুবিধার মাধ্যমে এই তথ্যগুলো জানতে পারবেন।
    যেভাবে চালু করবেন-
    নতুন সুবিধাটি চালু করতে আপনার ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। এ ছাড়া সক্রিয় ইন্টারনেট সংযোগ এবং জিপিএস সেবা চালু থাকতে হবে।
    ১. আপনার ফোনের গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন এবং সেটিংসে যান।
    ২. নেভিগেশন সেটিংস অংশে স্পিডোমিটার অপশন চালু করুন।
    ৩. এবার সুবিধাটি চালু করতে গুগল ম্যাপসে যান এবং ওপরের বাঁ পাশের কোনার তিন বিন্দু আইকনে আলতো চাপুন।
    ৪. এখানে নিচের দিকে সেটিংসে যান।
    ৫. নেভিগেশন সেটিংস বিভাগের ভেতর স্পিডোমিটার সুবিধাটি লুকানো রয়েছে, নেভিগেশন সেটিংস অপশনে আলতো চাপুন।
    ৬. নেভিগেশন সেটিংসে স্পিডোমিটার অপশনটি খুঁজে নিয়ে তা চালু করে দিন।
    ৭. এখন হোম স্ক্রিনে ফিরে যান এবং নেভিগেশন মোডে ম্যাপস ব্যবহার করুন।