চেয়ারম্যানের ঘরের চালে সরকারি সোলার

0

স্টাফ রিপোর্টার ॥ চেয়ার‌ম্যানের নিজ বাড়িতে সরকারি বরাদ্দের এসি সোলার প্যানেল ব্যবহারের অভিযোগ উঠেছে। যার মূল্য ১ লাখ ৮ হাজার ৭৮০ টাকা। ইব্রাহিম খলিল বাদল যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউপি চেয়ারম্যান। তার বিরুদ্ধে এই অভিযোগ। গত অর্থবছরে (২০১৮-১৯) ছেলে সামাউল ইসলাম সাগরের নামে গ্রামের বাড়ি জাহাঙ্গীরপুরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) দিয়ে ওই সোলার প্যানেল স্থাপন করেন চেয়ারম্যান। তার ছেলে আমজামতলা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ‘দুই বছর আগে তার গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। সেই কারণে ছেলের নামে ওই সোলার প্যানেল স্থাপন করেন। এই উপজেলার আরও কয়েকজন ইউপি চেয়ারম্যান একই কাজ করেছেন। নাম জানতে চাইলে তিনি সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হাজী তোতা মিয়ার কথা বলেন।’ এ বিষয়ে জানতে চাইলে হাজী তোতা মিয়া বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই সোলার প্যানেল ব্যবহার করিনি। যা পেয়েছিলাম, তা স্ট্রিট লাইট হিসেবে ব্যবহার হচ্ছে।’
চৌগাছায় সোলার প্যানেল স্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা শাখা ব্যবস্থাপক সেলিম রেজা বলেন, ‘সিংহঝুলি ইউনিয়নে সৌর বিদ্যুতের জন্য সরকারি বরাদ্দের ৭০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন (তিনটি ফ্যান ও চারটি এনার্জি সেভিংস বাতি টানা তিন ঘণ্টা চলতে পারে) একটি সোলার প্যানেল পেয়েছেন চেয়ারম্যানের ছেলে সামাউল ইসলাম সাগর। জাহাঙ্গীরপুর গ্রামে তাদের টিনের চালায় সেটি স্থাপন করা হয়েছে। একই টাকায় অন্তত আট জন সুবিধাভোগীর বাড়িতে এই সংযোগ দেওয়া যেত।’ চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। এটি গত অর্থবছরে বরাদ্দ হয়। আমি নতুন জয়েন করেছি। বিষয়টি তদন্ত করে দেখার পর ঘটনার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’