যশোরে লালনভক্ত আকবর সাঁইজি হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আলোচিত লালনভক্ত আলী আকবর সাঁইজি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে সিআইডি পুলিশ। চার্জশিটে নিহতের দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগম এবং প্রধান শিষ্য পরিতোষ বাউলকে অভিযুক্ত করা হয়েছে। পরিতোষ বাউল সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গার মৃত নিশান দাসের ছেলে পরিতোষ বাউল। নিহত আলী আকবর সাঁইজি ছিলেন লালনভক্ত। তিনি দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগমকে নিয়ে বড় ভেকুটিয়া গ্রামে বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রীকে তিনি ২০ শতক জমি লিখে দিয়েছিলেন। গ্রামের মুক্তেস্বরী নদীর পাড়ে বাড়ির কাছাকাছি ছিলো তার আখড়া। ২০১৭ সালের ১৫ জুলাই রাতে তিনি খাওয়া দাওয়া শেষে ঘরে ঘুমাতে যান। কিন্তু পরদিন সকালে ঘরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ছাড়াও গ্রামবাসী খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু মুক্তেশ্বরী নদীর পাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে লোকজনের সন্দেহ হয়। ফলে ওইদিন রাতে ফায়ার সার্ভিস কর্মীরা তলাশি চালিয়ে মুক্তেশ্বরী নদী থেকে আকবর সাঁইজির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী সালেহা খাতুন উলিখিত দু জনের নাম উলেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে সিআইডি পুলিশ দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগম ও প্রধান শিষ্য পরিতোষ বাউলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।